লাজবতী-ঘুমের গান

পুতির মালা মতির মালা
দোলে খুকুর গলে
তাইনা দেখে চাঁদ মামা
লুকায় মেঘের তলে।।


টুকটুকে লাল শাড়ি পরে
নাকে সোনার নোলক পরে
ঘোমটা দিয়ে মুখ ঢাকে
বউ সাজার ছলে।।

লাজে রাঙ্গা বধূ সেজে
আলতা পায়ে বসে আছে
সইকে দেখে মিছে মিছি
ভাসে চোখের জলে।।

No comments:

Post a Comment

Back to Top