চঞ্চল ঝর্ণা-ঘুমের গান

ঝরে ওই চঞ্চল ঝর্ণা
পাহাড়ি কন্যা
যেন পাহাড়ি কন্যা
ছুটে চলে সকাল দুপুর।।


রংধনু শাড়ি পরে
মাথায় মেঘের ঘোমটা
কাল কোকিলের
কণ্ঠে তুলেছে নৃত্যের সুর।।

মহুয়ার আতর মেখে
ফাগুনের আবিরে সেজে
কঙ্কর নূপুর
বেঁধে নাচে
ঝুমুর ঝুমুর।।

No comments:

Post a Comment

Back to Top