একাকীত্বের মূর্ছনা



ভূমিকাঃ 
ছয় ঋতুর দেশ এই বাংলাদেশে বছরে ছয় বার ঋতু বদলের সাথে সাথে প্রকৃতির রূপ বদলায় আর এদেশের মানুষকে ভাবতে শেখায়। নানান ভাবনা। প্রেম, বন্দনা, আবিষ্কার, ইত্যাদি নানা কিছু। শেখায় কল্পনার রাজ্যে উড়ে যেতে। বরষার
রিমঝিম সুর, শরতের নীল আকাশে সাদা পালক মেঘেদের দূর দেশে উড়ে যাওয়া, সোনালী শীতের সোনালী বিকেলে মাঠে ঘাটে পথিকের চলা, গায়ের বুকে বাঁশের চালার রান্না ঘর থেকে ওঠা ধোয়া থরে থরে শিশিরের সাথে মিশে যাওয়া, ফাগুনের উদাসী হাওয়া এমনিতেই মনে দোলা দিয়ে যায়। দূর  দিগন্তে আঁকা ছায়া ছায়া গাঁয়ের ছবি দেখে মনে এক অচেনা অজানা সুর গুন গুন করে। কত এলো মেলো ভাবনা, এলো মেলো কথা মনে আসে যায়। এই বৃষ্টি ভেজা নরম কাদার দেশের নরম মানুষের এই দেশের মত এত সুন্দর দেশ আমার চোখে পরেনি। কত দেশইতো দেখলাম কিন্তু আমার এই দেশের মত আর কোথাও দেখিনি। এই রূপ বৈচিত্র দেখে ভাব তরঙ্গে উদবেলিত হয়ে কখন থেকে যেন লিখতে শুরু করেছিলাম। যার কিছুটা আজ এখানে দিতে পেরে ভীষন ভাল লাগছে। জানি না পাঠক কিভাবে  নিবেন।


No comments:

Post a Comment

Back to Top