নক্ষত্রের গোধূলি-[১২৫]-১১১

২৩০।
বিড়ি টানতে টানতে দেখছে কোন বাস এই রাস্তা দিয়ে যাতায়াত করছে, জেনে রাখা ভাল কখনও কাজে লাগবে। রাশেদ সাহেব তার জীবনের অভিজ্ঞতা দিয়ে জানতে পেরেছে নতুন শহরে যা দেখবে তাই মনে গেঁথে রাখতে হবে যে কোন
সময় কাজে লাগতে পারে। একটু পরেই দেখলেন আহাদ বের হচ্ছে। রাশেদ সাহেবকে দেখে বললো-
-চল তোমার সিম কার্ড নিয়ে আসি।
মার্কেটের ভিতরে ঢুকে ভোডাকমের সেলস সেন্টারে ঢুকে একটা সিম কার্ড নিয়ে ১০০ রেন্ড টপ আপ করে দাম দিয়ে বের হয়ে এলো। বাইরে এসে রাশেদ সাহেবের হাতে দিয়ে বললো নাও সেট করে দেখ। সিমটা হাতে পেয়ে বললেন চল অফিসে বসে করি। অফিসে এসে পকেট থেকে মোবাইল সেট বের করে ব্রিটেনের সিম খুলে নতুন সিম লাগিয়ে সেট অন করলেন
-হ্যাঁ আহাদ লাইন পাচ্ছে
-গুড! 
রাশেদ সাহেব স্থানীয় সিম লাগিয়ে আর দেরি করতে পারছিলেন না। হঠাৎ মনে হলো আগে ব্রিটেনের পাউন্ড শেষ করে নেই পরে এই সিমে কথা বলব। সিম বদল করে সঙ্গে সঙ্গে মনির লাইনে কল করলেন
-হ্যালো মনি!
-হ্যাঁ বল শুনছি, কেমন আছ?
-ভাল বলে একটু ভাবলেন এই কথা কি করে বলবে? ভাবার কিছু নেই যা হয়েছে তাই সংক্ষেপে বললেন
-এতে কি ভাল হবে?
-ভাল মন্দের কিছু নেই, ওখানে যে অবস্থা হয়েছে তাতে ওখানে থাকা নিরাপদ না যে কোন সময় ঘার ধরে ফেরত পাঠিয়ে দিতে পারত তার চেয়ে এখানে ভালভাবে পৌঁছেছি মন্দ কি? আমার কাছে ওখানেও যা এখানেও তাই। কাজ করেই যেতে হবে আর আমাদের দরকার হলো টাকা আয় করা সে যেখান থেকেই হোক তাতে কি আসল গেল, এতদিন ব্রিটেনের রানীর মাথার ছবি ছাপানো পাউন্ড পেয়েছি এখন নেলসন মেন্ডেলার ছবি সহ রেন্ড পাব এই যা পার্থক্য।
-ঠিক আছে যা করার তা করেই ফেলেছ যখন আর কিছু বলার নেই
-এখানে কি খারাপ কিছু হয়েছে? এখানেও আহাদকে পেয়েছি এটা কিন্তু কম আশ্রয় নয়! শোন রাতে আমার রান্না খেয়ে ও বলছিল তুমি কোথাও যাবে না এখানেই থাকবে
-কি রান্না করেছিলে?
-তেমন কিছু না, ভাত, ঘন মুগডাল আর স্যামন মাছ ভাজা
-এই খেয়েই?
-হ্যাঁ আসলে তো ও এখানে কোনদিন ঘরের রান্না পায়নি সবসময় রেস্টুরেন্টেই খেয়েছে তাই যা পেয়েছে তাতেই পাগল হয়ে গেছে তবে ওদের ইজিপশিয়ান রেস্টুরেন্টের রান্না আমাদের দেশের সাধারণ রেস্টুরেন্টের মত না বেশ ভাল।
-ভালই হয়েছে, খারাপ কি?
-হ্যাঁ আমিও তাই ভাবছি। কথা বলতে বলতে রোমিং এর লাইন কেটে গেল। রাশেদ সাহেব বুঝলেন পাউন্ডের হিসাব তাহলে শেষ হলো এবার পুরনো সিম খুলে পকেটে রেখে আবার এখানকার সিম লাগিয়ে নিলেন
-কোথায় কথা বললে?
-বাড়িতে
-কি খবর?
-ভালই আসলে আমি এখানে এসেছি ওদের বলে আসিনি তাই জানিয়ে দিলাম আর সেই সাথে তোমার কথাও বললাম, খুব ভাল একজন বন্ধু পেয়েছি
শুনে আহাদ একটু হাসল

মনির সাথে কথা বলে রাশেদ সাহেবের মনটা অনেক হালকা হলো। এবার একদিন ব্রিটেনের ওদের সাথে কথা বলে একে একে জানাতে হবে তবে এখনই নয় কিছুদিন যাক তারপরে। আহাদের কার্ড বের করে ওর নম্বরটা শেভ করে ঠিকানা মুখস্থ করা শুরু করলেন
-আচ্ছা আমি তাহলে বের হই? ওহ! বাস স্ট্যান্ড কোন দিকে, সামনে?
-হ্যাঁ ওই কাল যে আমার প্যাকিং শেডে গিয়েছিলাম তার থেকে আর একটু এগিয়ে গেলেই দেখবে, কোথায় যাবে?
-দেখি একটা বাসে উঠে বসব যতদূর যায় যাব তারপরে আবার এখানেই ফিরে আসব। আচ্ছা আজ কি খাবে মানে কি রান্না করব?
-তোমার যা ইচ্ছা তাই করবে আমার কোন চয়েস নেই, আগে তোমার ইচ্ছামত খেয়ে দেখি
-আচ্ছা তাহলে আজ গরুর মাংস আর ভাত রান্না করি?
-বললাম তো তোমার যা ইচ্ছা
-আচ্ছা ঠিক আছে তাহলে তুমি দুইটার মধ্যে চলে এসো।

[চলবে]

No comments:

Post a Comment

Back to Top