বড় আশা নিয়ে চলেছি ঢাকা
ফেরাতে যদি পারি
জীবনের চাকা।
কাল যে সেখানে ইন্টার্ভিউ
জানি না ভাই
চাকরী দাতার মনের ভিউ।
মামা নেই খালু নেই
আছে শুধু আশা
জানি এ যুগে তার
নেই কোন ভরসা।
পথে যেতে বলি মনে
কি জানি কি প্রশ্ন হেঁকে বসে,
ভেবে হই অস্থির
জবাব দিব কিসে?
ঘামে জলে মিশে একাকার হয়ে
যেই এসে দাঁড়ালাম
টেবিলের ওপাশে বড় সাহেব বলে হেসে
নামটা তোমার বল শুনি।
যেই ভাবা সেই কাজ
হাটুতে যে শুরু হলো কাঁপুনি।
নিজের নাম ভুলে বললাম বাবার নাম
সাহেব রেগে বলে থাম বেটা থাম।
কি আর করি ভেবে হই দিশে হারা
কোথায় কি ভুল করলাম
চাকুরীটা বুঝি খোয়ালাম।
কি জানি কি ভেবে
সাহেব বলল অবশেষে,
বলতে যদি পার তুমি
কোথায় বিলাতের রাজধানী
চাকরীটা তোমায় দেব ঠিক জানি।
ভ্যাবাচ্যাকা খেয়ে বললাম
আগে তো কখনো এ নাম শুনিনি,
মনে মনে খুঁজে পেয়ে
সাহস করে বললাম
হলেও হতে পারে নয়া দিল্লী-
শুনেই সাহেব রেগে বলে দাঁড়িয়ে
চোপ ব্যাটা ভাগ।
No comments:
Post a Comment