ডাক্তার

ডাক্তার সাব, কনতো দেখি আমি এখন উপায় করি কি
খেতে মোটেই পারিনা যে মণ্ডা মিঠাই, নিমাই বাবুর ঘি।
বয়স আমার বাইশ, চুলেতে পাক ধরেছে ঘুম হয় না গাড়
পেটে ক্ষুধা চোখে ঘুম মাথায় পাকা চুল, দাঁতে বেজায় ধার।



একটু হা করুণ, জিহ্বা দেখি হাতটা কোথায় দেখতে হবে নাড়ী
নিজেই সব দেখি আমি, নার্স আর কম্পাউন্ডেরা বড্ড আনাড়ি।
ওরে হেকমত আলি, থাক কোথায় এস কাছে কর কিছু কাজ
রুগী এলো চেম্বারে তাই ইনকাম হবে মস্ত ভারী আজ।

ইলিশ কিনব এক জোড়া, ভাজি হবে আরও হবে দোপেয়াঁজি
গিন্নিকে বলব আরও করতে একটু সরষে ইলিশ পটল ভাজি।
ডাক্তার বাবু, এইতো আমি হেথায় আছি দরজারই পাশে
দরকার হলে ডাকবেন আমায় একটু জোরে কেশে।

আন দেখি থার্মোমিটার, টেথিস্কোপ আর একটা ছুরি
দেখব কেটে পেটের ভিতর হয়েছে কি বিশাল কোন ভুঁড়ি!
সাড়াশিটা দাওতো দেখি ফেলতে হবে দাঁত, দুই তিন চারি
হাতটা তুমি ধর কষে বাকী যা আছে সবই আমি পারি।

এই তল্লাটে সবাই বলে ডাক্তার আমি অতি সরস জুরি মেলা ভার
এসেছেন আপনি সঠিক জাগায় চিকিৎসা পাবেন অতি চমৎকার।
ওহে বাবু অসুখ আমার পেটে, চোখে, মাথার চুলে লাগবে কেন ছুরি
আমায় বুঝি কেটে কুটে মেরে ফেলার ছল করছেন, এটা কোন চাতুরী?

No comments:

Post a Comment

Back to Top