রক্তে ভেজা বাংলা



আমার ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল
এত সাহস ওরা কোথায় পেয়েছিল?
রাজপথে ওরা চালিয়েছিল গুলি
ভাইয়েদের আঁখি গিয়েছিল খুলি।


ঘুম ভেঙ্গে জেগেছিল আটই ফাল্গুনে
ঝাঁপিয়ে পরেছিল সেদিন আমানের আগুনে।
মায়েরা বোনেরা যাদের দিয়েছিল তুলে
মন শুধু বলে তাদের যেওনা ভুলে।

ঊষা লগনে এসো তাদের জয়গান গাই
যাদের জন্য আজ বাংলায় কথা বলতে পাই।
প্রভাতে যে ভাষায় গান গায় বুলবুলি
শত জনমেও তাদের কেমনে ভুলি?

No comments:

Post a Comment

Back to Top