শ্রাবণ ধারা



শ্রাবণে বৃষ্টি কি যে অনাসৃষ্টি
তবু ভারি মিষ্টি
সকাল থেকে আকাশ ভেঙ্গে
নামছে দেখ বৃষ্টি।


জানালার ধারে বসে অনেক দূরে
চলে যায় দৃষ্টি।
টিনের চালে সারাটা দিন ঝমঝমিয়ে
নামছে যেন রিম ঝিমিয়ে।

একা একা গুন গুনিয়ে
সুর তুলেছে মনে মনে
বাতাসের কানে কানে।

মিশে গেছে সব কিছু
হয়ে একাকার
সাগর নদী নালা আর
দূরের ওই পাহাড়।
রিমঝিম সারা দিন ঝরছে তো রাতদিন
এ ঝরা থামবে কি কোন দিন!

No comments:

Post a Comment

Back to Top