মায়াবিনী



মায়াবী মধুর প্রেম
তুমি এসেছ নীরবে
শিশির ঝরানো গান গেয়ে।


অবেলায় ঝরে গেল না ফোটা বকুল
যখন ফোটেনি আমার গানের মুকুল।
মানসী এসেছিল নীরব পথ চেয়ে
এলে তুমি হৃদয় সাগরে ভাঙ্গা তরী বেয়ে।

বসন্ত না গাহিতে প্রেমের গান
মিছে হলো স্বপন আমার
জুড়াল না শূন্য অবুঝ প্রাণ
মিলন তিথি খুলেনি দুয়ার।

তোমার কণ্ঠে উঠেছিল জেগে
গানের কথাগুলি হৃদয়ের সুর হয়ে
সজল আখির আকুল অভিমানে
আপন মনে প্রিয়তমা
রেখেছে তাই মুখ লুকায়ে।

No comments:

Post a Comment

Back to Top