থেমে যাওয়া কাব্য



সাগর তীরে যাবার পথে
সোনালী স্মৃতি ছিল সাথে
তুমি ছিলে শুধু আভাসে
উজ্জ্বল প্রভাসে।


শিবসা নদীর মোহনা পেড়িয়ে
দেখেছি চর জেগেছে উত্তাল ঢেউ ছাড়িয়ে,
মনে হলো যেন
তেমনি চর পরেছিল তোমার হৃদয়ে
যেখানে আটকে পরেছে ভালবাসার তরী
তাই বুঝি বেঁকে গেল স্রোতের গতি।

এই তো, সেদিনও দেখেছি
তোমার হৃদয় নদীর জোয়ারে
উচ্ছল দুরন্ত ঢেউ-এ
আছড়ে পরেছিল প্রথম প্রেম প্রথম সোপানে;
হঠাৎ করে থেমে গেল সেই ঢেউ
পড়ন্ত ভাটার টানে।

আমরা তো ছিলাম সহযাত্রী
একই তরী বেয়ে দুজনে
হারিয়ে যেতে চেয়েছি এক অচেনা দেশে
ঠিকানা হারা চরে আটকে পরা সেই তরী
ভেসে গেছে মহা স্রোতে মহা সাগরে
বয়ে যাওয়া সেই পথে।

এখনও খুঁজি নিভে যাওয়া সেই কাব্য-শিখা
জানি তা হয়েছে তিরোহিত
আসবে না আর কোন দিন।
আজ বেদনা হয়ে বাজে গানের সুরে
মুছে যাওয়া সে স্মৃতি-
কাটার মালা হয়ে
জড়িয়ে থাকে নিশিদিন।

No comments:

Post a Comment

Back to Top