সুন্দরী

কলসি কাঁখে নদীর ঘাটে
যায় সে কোন সুন্দরী
ওই ভিন গাঁয়ে তার বাড়ি।।


দুষ্ট পাখি বলে তাকে চিনি
তার কাঁকন বাজে রিনিঝিনি
আঁচলে সে মুখ ঢাকে
আহা চাঁদের সাথে তার আড়ি।।

উতল হাওয়ায় আঁচল ওড়ে
ভীরু পায়ে দেখে পিছু ফিরে
বাসে না সে ভাল তবু
তার রূপে নিল পরান কাড়ি।।

No comments:

Post a Comment

Back to Top