বিজয়ের গান

ওগো মাটির পৃথিবী,
একটি কথা আজ শোন
তোমার বুকে ওড়ে লাল সবুজের পতাকা
তুমি কি তা জান?
কত রক্ত দিয়ে কিনেছি তাকে
মায়ের মত ভালবাসতে শিখেছি যাকে।


কত ভাই উজাড় করে দিয়েছিল  কত রক্ত
কত বোন উজাড় করে দিয়েছিল কত মমতা।
মমতা রক্তে মিশে মাখামাখি করে হয়েছে খাঁটি
শস্য শ্যামলে ভরা সবুজের প্রান্ত ছোঁয়া মাটি।

অগ্নিবীণা বাজাও তবে খুলে মনঃপ্রাণ
হৃদয়ের তারে তোল সুমধুর তান।
এসো আজ গাই তবে বিজয়ের গান
পতাকার নিচে দাঁড়িয়ে সূর্যটাকে কর আহবান।

চেয়ে দেখ ওই দূর হয়ে গেছে সব আঁধার
কে আছে আজ পথের মাঝে দুয়ার রুধিবার?
এদেশ নয় শুধু তোমার কিংবা আমার-
এ মাটিতে আছে সকলের বাঁচার অধিকার।


No comments:

Post a Comment

Back to Top