মাটির পরশ



চেয়ে চেয়ে দেখেছি বসে নদীর প্রান্তে
উড়ে যায় বলাকা সীমাহীন দিগন্তে।
নতুন ঐ কুড়ি গুলো ফোটে যেন লাজে
পাখা মেলে প্রজাপতি ওড়ে নানা সাজে।


ছেলে মেয়ে করে খেলা পুকুরের পাড়ে
ঝাঁকা মাথে হাট থেকে সবে আসে ফিরে।
গোধূলির লগনে মেঠো পথের ধারে
নুয়ে চলে রাখাল পাকা ধানের ভারে।

কোথাও ওঠেনা এমন সোনার রবি
এ সুখের কথা কাহারে বলবি।

ভাষা একই বলি কথা ঘরে বাইরে
এমন সুখ আর কিছুতে নাইরে।
আছে এখানে মানিক রতন অশেষ
এ দেশ আমাদের এই বাংলাদেশ।

No comments:

Post a Comment

Back to Top