ও নদীরে-



গোমতী কুশিয়ারা পদ্মা যমুনা
এইতো আমার ঠিকানা।
বুড়িগঙ্গার তীরে জানি,
আমাদের রাজধানী।


দক্ষিণে মালঞ্চ, শিবসা, আড়িয়াল-খা
তার পাশে বইছে ধীরে কীর্তনখোলা।
করতোয়ার পাড়ে জেলা বগুড়া
নব গঙ্গা নদী এসেছে মাগুরা।
পশ্চিমে বইছে ধরলা, তিস্তা, মহানন্দা,
বরিশালে আছে নদী নাম তেতুলিয়া।

বন্দর নগরী চট্টলা কর্ণফুলীর তীরে
কতনা জাহাজ এখানে এসে ভিড়ে।
রাজহংস সাতার কাটে সাঙ্গু নদীর জলে
নোঙ্গর ফেলে তরী পশুর নদীর তলে।

ইছামতী, তিতাস, ধলেশ্বরী,
তারি পাড়ে আছে আমার ছোট্ট একটি বাড়ি।
কপোতাক্ষ, জয়ন্তী, মধুমতী, মেঘনা,
আরও কত আছে নদী নাম অজানা।

No comments:

Post a Comment

Back to Top