বৈশাখী

ও সখী আয়রে তোরা
আয়রে সবাই বরণ করি
নতুন বৈশাখী
সে যে ফুল ফসলে ভরাবে
এই সোনার ধরণী।


গত বছর ফেলে আসা
রাঙ্গা পথে চরণ ফেলে
চুপি চুপি এলো আজ
লাজুক নয়ন মেলে
ও ভাই চমকে উঠি দেখে
তাহার সুখের লাবনী।

বাঁশের বাঁশী বাজিয়ে তারে
গান শোনাব দাওয়ায় বসে
বসতে সবাই দে না তারে
বাংলা মায়ের কোলে
ও ভাই পাল তুলে আজ
ভাসবে গাঙ্গে সুখের তরণি।

No comments:

Post a Comment

Back to Top