চপলা

গাইতে হবে সেখানে গান কাল রাতে
গলাটা ঠিক করে নিই আজ প্রভাতে।
বসেছি নিয়ে হারমোনিয়াম তবলা,
পাশে এসে দাঁড়াল ছোট মেয়ে চপলা।



তুই কি যাবি আমার সাথে রামপুরা
তবলাটা, নয়ত বাজাবি তানপুরা।
বলে সে, আমিতো ছোট পারি কি বাজাতে
গাইতে পারি সাথে যদি পার সুর ধরাতে।

সত্যি করেই সাথে নিয়ে এলাম ওকে
গাড়িতে সারা পথ রেখেছি নিয়ে বুকে।

দিনের শেষে সে রাতে শুরু হলো গান
আমার পাশে বসে গাইল খুলে প্রাণ।
ধন্য চপলা বলে সবাই সভা শেষে
সুরটা রইল যেন সব প্রাণে মিশে।

No comments:

Post a Comment

Back to Top