পাষাণের ঘুম



অলস দুপুরে একি সাজ দেখি
পাখি ডেকে বলে আমায়
সুখের বসন্ত কেন উড়ে যায়।


উদাস হলো পৃথিবী আধারে
কে যেন কাঁদে গুমরে গুমরে
নতুন বসন্ত নিলো যে বিদায়
বাতাসে বিষাদের সুর ভেসে যায়।

পায়রা গুলি হয়ে দিকভ্রান্ত
থমকে গেল ঘুম পাড়ানি সুরে
আহত গান গুলি থেমে গেল
তানপুরাটার তার ছিঁড়ে।

ভেঙ্গেছে আজ প্রাণের বীণা
কোথায় সে হৃদয় হীনা
কার বুকে বাজে এমন সুর
কাঁদিয়া কাঁদিয়া পাখি সুধায়।

No comments:

Post a Comment

Back to Top