সুরের খেয়া

নিঝুম নীল সাগর তীরে
এলো মেলো ঢেউ আসে ধীরে ধীরে
তোমার গানে সুরের খেয়া বেয়ে।।


নীলিমার নিচে এ গান
যদি শুনতে চায় শান্ত সাগর
বলব তাকে, না না শুন না
এ গান শুধু আমারই
বেঁধে রেখেছে অনুরাগ দিয়ে।।

ওই নীলাঞ্চল উড়িয়ে
দখিণা চৈতি হাওয়ায়
জড়ালে আপন খেয়ালে
হৃদয় বীণার ঝঙ্কারে
আনমনে তুমি আমায় ভাল বেসে।।

No comments:

Post a Comment

Back to Top