বিরহী



আকাশ কেন ছেয়ে গেল মেঘে
চাঁদ কেন হারাল ওই দূর বনে
কোন বিরহী কাঁদে এমন দিনে একা নির্জনে।


সহসা প্রশ্ন জাগে তাকে দেখেছি কি আগে
নিশীথে কেন গোপন মনে তারি ছবি জাগে
খুঁজে ফিরি মিছে তাকে কুয়াশা ঢাকা মনো বনে।

চৈতী দুপুরে তরুলতার বনে
ঝোপের ধারে জলায় ফোটা কচুরি ফুল
তুলিতেছিল সে আঁচল ভরে একা আনমনে
ছল ছল আঁখি দুটি ছিল ব্যাকুল।

বুঝি না সে এখনও রয়েছে
বনের মাঝে নাকি মনের মাঝে
ক্ষণে ক্ষণে ছায়া ভাসে অশ্রু ভেজা সাঁঝে
হৃদয়ের গভীরে লুকানো আঁখি তারে খুঁজে
স্মৃতির বাতায়নে।

No comments:

Post a Comment

Back to Top