প্রণয়ী



অলস বীণা হাতে তুমি এসেছিলে পাশে
সুধা হলো বিষের পেয়ালা তোমার পরশে।
মেঘ বিহীন আকাশে যেন বরিষিল আজ
ধরণী সাজিল যেন অপরূপ সাজে।


জোছনা বলে এলো কার প্রণয়ী
স্নিগ্ধ মায়া হতে পারে কি প্রলয়ী,
বাতাসে এখনো সেতার বাজে
গোলাপের কুড়ি ফোটে লাজে।

সৌধ কি আর গড়ে বালুচরে,
প্রেম বিনা কি এ মন ভরে?
প্রণয় নিবেদিতে এসেছিলে লাজে
সোহাগ মাধুরী মাখা অপরূপ সাজে।

No comments:

Post a Comment

Back to Top