নৈরাশ্যের গান



ধুপ জ্বলা সন্ধ্যার দেশে
কি কথা বলে পাখি এসে
আমি কার
কে আমার,
কোকিল ডাকা প্রভাতে
প্রশ্ন জাগে মনের অজান্তে।


বৈশাখী ঝড়ের রাতে ডানা ভাঙ্গা পাখি
মেলে রাখে বেদনা মাখা দুটি আঁখি।
চেয়ে দেখে নতুন সাথী নিয়ে পথে নীড় ছেড়ে
প্রিয়তমা উড়ে যায় সাথে।

রেখেছিল যাকে ঘিরে নদীর মত দুকূলে
পায়ের নূপুর খুলে তাকে গেছে ভুলে
যাকে নিয়ে ডালে বসে গভীর নিশীথে
গেয়েছিল গান দুজনে একই সাথে।

No comments:

Post a Comment

Back to Top