শ্বেতপদ্ম



নিশিদিন পড়ে মনে
তাল নারকেল সুপারি বনে
অনুরাগে ডাকে আকাশ ধরণী
হেমন্ত ছড়ায় শিশির মাখা চাঁদনী


দিঘীর জলে ঝিকিমিকি ঢেউ করে ছোটাছুটি
সারিতে সাজানো আমড়া পেয়ারা মটর সুটি
আল ধরে চলে ছোট্ট শিশু গুটিগুটি
কোয়ালা কোকিলা কাজরী গায় শোনে বনানী
কি মায়া ছড়াল পথের ধারে শিরিষ মেহগনি।

হর্তুকি হিজল হরিদ্রা বনের হাতছানি
দেখে জুড়ায় আমার এ শূন্য বুক খানি।
জীবনটা হয় যেখানে শ্বেত পদ্ম কবিতা
সে দেশের মাটি যে আমার মনমিতা।

No comments:

Post a Comment

Back to Top