ঈদ মোবারক বল সবাই কাঁধ মিলিয়ে কাঁধে
ঘরে ঘরে এলো আজ ঈদের খুশী বাঁকা চাঁদের সাথে।
সেমাই জর্দা ফিরনি পায়েস খেয়ে চল ঈদগাহেতে যাই
সবাই মিলে পরব নামাজ ধনী গরীব আমরা যেন ভাই।
নামাজ শেষে করব মোলাকাত বুকে বুকে মিলে
পুরনো স;খ ব্যথা যা ছিল সব ভুলে।
ঈদ মানে এমন খুশী, শুধু নিজে খুশী নয়
পাড়া পড়শি কুটুম জ্ঞ্যতি সবাই মিলে হয়।
ভোগের সাথে ত্যাগ করে আজ করলে নিমন্ত্রণ
শরিক হবে ধনী গরীব একই বেশে এরই নাম মিলন
No comments:
Post a Comment