শ্রান্ত নিশি

পৃথিবীকে ঢেকে দেয় আঁধার আঁচলে
নীলাকাশ সাজে প্রিয়তমার কাজলে।
বিষণ্ণ মলিন জোনাকি নিভু নিভু ক্লান্ত
শত কোটি নক্ষত্র উজ্জ্বল অনন্ত।



দীপ জ্বালে তারা শত সহস্র
নগরীর বুকে জ্বলে দীপ্তি শিখা অজস্র।
ঝিলিমিলি রঙ ছড়িয়ে নিশি শ্রান্ত
মধুর বিধুর চিত্রে জনতা দিক ভ্রান্ত।

মায়াবী সাঁঝে কোলাহলে ভাসে মহাবিশ্ব
আবেশে বিভোর থাকে ধুম কেতু শিষ্য।
মরীচিকা অনামিকা রূপসী হয় জীবন্ত
কুহেলিকা রাজপথ মাড়িয়ে চলে পান্থ।

No comments:

Post a Comment

Back to Top