ছড়া লেখা

কি ছড়া লিখব আজ তোমাদের জন্য
কিছু লিখতে পেলে হতাম আমি ধন্য।
রবি কাজী সব ফেলেছেন লিখে
কি করে আর মনটি দেব ছড়া লেখার দিকে।



ভাল ভাল শব্দ গুলি পাইনা আমি খুঁজে
চেয়ারেতে বসে ভাবি কানে কলম গুজে।
ভাষাটা যে সেকেলে গুটি কয়েক শব্দ
নতুন কিছু কথা পেলে তারা হতেন জব্দ।

অভিধানটা খুলে শুধু খুঁজে খুঁজে দেখি
নতুন কিছু শব্দ যদি বের করতে পারি!
নতুন করে লিখব ছড়া গজা মগা চং
হয়েই যাবে নতুন যুগের নতুন এক ঢং।

আসলে কি তাই?
দুর: এ কি হলো ছাই!
কঠিন বেজায় নতুন কিছু করা
কিছুতেই লেখা হলো না ছড়া।

No comments:

Post a Comment

Back to Top