লিখতে বলেছিলে গান
হয়নি লিখা আজো তাই
আকাশ ছেয়ে গেছে মেঘে
বসন্ত আসেনি, বহেনি বাতাস
ওঠেনি চাঁদ এখন বসে আছি নিশি জেগে।।
ফিরায়ে দিয়েছিলে তুমি
হয়নি দেখা সেই দিন
সেই থেকে আজো ভরে আছে মোর বীণ
হৃদয়ে আজো তুমি তো আছ জেগে।।
বাতাস ছিল মৌসুমি
মনে পরে সেই দিন
এসেছিলে তুমি, ফাগুন নিয়ে এসেছিলে সেই দিন
স্বপনে যেন সেই ছোঁয়া আছে লেগে।।
No comments:
Post a Comment