সন্ধ্যাতারা

মেঘের ফাঁকে শুকতারা বলে
সাজাতে বাসর আকাশের বুকে
একটি গোলাপ এনে দিও
হাসনাহেনা ছড়াবে সুরভি সুখে।।


সোনা ঝরা রোদ্দুরে পাখি
শোনাবে গান মেলে আঁখি
সপ্ত ঋষি বলে, দিতে পারি
একটি ফুল একটি কুড়ি
জোছনা ছড়াবে অলখে।।

কি হবে হারিয়ে নিরুদ্দেশে
সাগরে না ডুবে মানিক পায় কিসে
ঝরা ফুল কুড়িয়ে যতনে সাজিয়ে
মালঞ্চ ঘুমায় মিলন সুবাস মেখে।

ফুল ফোটা বাগানে শুনি
অনুরাগে গায় গান পাখি
পুলকে বাজে বাঁশী মধুর সুরে
নয়নে বেধে মিলন রাখী
হলো যে রঙ্গিন সবই চোখে।।

No comments:

Post a Comment

Back to Top