চাঁদ জেগে ছিল দ্বিপ জ্বেলেছিল তারা
আমিও ছিলাম সাথে বসে তন্দ্রা হারা
প্রেমের গান গেয়ে তোমার পথ চেয়ে।।
নিভে যাওয়া দিনের শেষে সাগর তীরে
গানের সুর গিয়েছি ভুলে কথার ভিড়ে
হৃদয়ে জেগেছিল ঢেউ তোমায় পেয়ে।।
মিছে কেন খুঁজে এই চঞ্চল মন
আবার আসবে কখন সেই মধু ক্ষণ
অন্ত বিহীন ভালবাসার সিঁড়ি বেয়ে।।
No comments:
Post a Comment