স্বপ্ন সুদূর

ওই রূপালি চাঁদ
আর ঝিলিমিলি তারা
ডেকে বলে আমায়
শোনাবে গান রাতের আকাশ।।

যেখানেই তুমি থাক না কেন
এসো না কাছে
এ গানের নিমন্ত্রণে,
শুধু গান গেয়ে আজ
ভরিয়ে দেব দখিনা বাতাস।।

চল না আজ হারিয়ে যাই
সুদূর পানে
একান্ত সঙ্গোপনে
দুজনাকে ভালোবেসে আজ
রেখে যাই শুধু ইতিহাস।

No comments:

Post a Comment

Back to Top