বাতায়নে একা

বাতায়নে ভাবি বসে একা
হবে কি আবার দেখা
সেদিন দেখেছি শিউলি তলায়
দাঁড়িয়ে ছিলে তুমি একা।।


যদি জানতে মনের কথা
তবে ভাবতে বসে আনমনে একা
আমি ভেবেছি তোমার কথা
আবার যদি হয় দেখা।।

শুধু ভেবেছি বসে সে দিন
কেন ভালবেসেছি বলিনি তোমায়
চিঠি লিখেছি মনে মনে
কাগজে হয়নি লেখা।।

No comments:

Post a Comment

Back to Top