ফাল্গুনের গান
জল ঝরাইয়া মায়ের চোখে
শিমুল ফুলের কলি
কেন সাজাইলা ফাগুনেরে
এই মাসেতে গান থামাইল
সবুজ বনের পাখি
পথ হারাইল পায়রা গুলি
মেইলা সজল আঁখি
রফিক শফিক ছালাম বরকত
নিজে হইল বলি।।
গুলির মুখে শহীদ হইল
কত সোনার চান
কেহ বলে আল্লা রসুল
কেউবা ভগবান
যাদের কথায় গাইল যে গান
দোয়েল শ্যামা বুলবুলি।।
Back to Top
No comments:
Post a Comment