সেদিনও যেখানে ছিল ধূলিময়
আজ সেখানে ফুলে ফুলে আলোময়।।
মেলিয়া পাপড়ি
নাচিছে গোলাপ আর করবী
সকলে মিলে বেধেছি মোরা
জেসমিন বেলি আর জবা ফুলেরই তোড়া।।
গন্ধরাজ ছড়ায় গন্ধ হায় সকলের মনহরা
এরই মাঝে ফুটে আছে কৃষ্ণচূড়া
তাই দেখে বলে হাসনাহেনা
তোমরা আমাদের ভুলে যেয়ো না।।
No comments:
Post a Comment