চঞ্চল বসন্ত

মন আমার দোদুল দোলে কৃষ্ণচূড়ার ডালে ডালে
দোলে ওই চঞ্চল বসন্তে।।


ভ্রমরের গুঞ্জনে কোকিলের গানে গানে
ভুলায়ে আপন ভোলা দখিনা দেয় যে দোলা
মৌ বনেরই প্রান্তে।।

রিনি ঝিনি কাঁকন বাজে গোধূলির রঙ্গিন সাঁঝে
কে আমায় মাতাল হৃদয় যে হারাল নূপুরেরই ছন্দে।।

No comments:

Post a Comment

Back to Top