আমার এ গান



আমার এ গান গুলি রেখে যাব তোমাদের জন্য
মৌ সুরভিত জোছনায় বসে অবসর ক্ষণে শুনো।।


কালির আঁচড়ে গানের ছলে লিখেছি তোমাদের কথা
যা পেয়েছি সবই বলেছি একা থাকারও ব্যথা
মেঘলা আকাশের বেদনা রঙ্গে জীবনের ছবি আকা
দেখেছি আমি রেখেছি সযতনে সাজায়ে আপন মনে।।

পাইনি স্বরলিপি খুঁজে ভেসেছি গতিহীন সাগরে
অবহেলা করে খেলা টলমল পদ্মপাতায় আধারে
লেখা থেমে যাবে আকাশে যেদিন থাকবে নাকো রবি
সেদিন গাইবে এ গান তোমাদেরই সুরে দিন অবসানে।।

No comments:

Post a Comment

Back to Top