অনামিকা



সেই বসন্ত মেলা
বসেছিল বকুল তলা
তুমি এসেছিলে খোপায় বেধে
শিউলি ফুলের মালা।


পরনে ছিল তোমার
বাসন্তী পাড় সাদা শাড়ি
হলুদে ছাপা,
হাতে ছিল কাচের চুড়ি।

কপালের টিপে নিয়েছিলে চন্দন
কাজলে এঁকেছিলে আখির বাধন
হেসেছিলে মৌ মৌ সুবাসে
চেয়ে দেখেছিলাম মুগ্ধ আবেশে।

ও পাশে গেলে তুমি
কি জানি কি কারণে
তারপরে আর দেখিনি তোমাকে,
নামটা বলেছিলে,
কখন যে ভুলে গেছি আনমনে।

No comments:

Post a Comment

Back to Top