অপেক্ষা



তোমার পথ চেয়ে
সাগর কুলে রয়েছি বসে
কত ঢেউ আসে তোরে
শুধু তুমি এলে না ফিরে।


সীমাহীন নীলিমায় গিয়েছি ভেসে
তবুও তোমায় পাইনি খুঁজে
এখনো বালুকা বেলায়
তোমায় খুঁজি ভুল করে।

মরীচিকা হয়ে রয়েছ
অনেক দূরে
মরুতে, সাগর জলে বালুচরে
চারিদিকে শুধু তুমি
রেখেছ আমায় আজও ঘিরে।

No comments:

Post a Comment

Back to Top