অলস দুপুরে এ কি সাজ দেখি
পাখি ডেকে বলে আমায়
উদাস হলো পৃথিবী আধারে
কে যেন কাঁদে গুমরে গুমরে
নতুন বসন্ত নিলো যে বিদায়
বাতাসে বিষাদের সুর ভেসে যায়।।
পায়রাগুলি হয়ে দিকভ্রান্ত
থমকে গেল ঘুম পাড়ানি সুরে
আহত গানগুলি থেমে গেল
তানপুরাটার তার ছিরে।
ভেঙ্গেছে আজ প্রাণের বীণা
কোথায় সে হৃদয়হীনা
কার বুকে বাজে এ করুন সুর
কাঁদিয়া কাঁদিয়া পাখি সুধায়।।
No comments:
Post a Comment