সাজাবো তোমায়



শূন্য মনে দেখেছি একা
মায়াবী রাতের আধারে
তারার মেলা বসেছে আকাশে।


তারা গুলি কুড়িয়ে এনে
সাজাবো তোমার কবরী
দেখব চেয়ে মুগ্ধ আবেশে।

চাঁদ বলে বাতাসের কানে
মাধবী সুবাসে, ফাগুন
আসবে ফিরে তোমারই পরশে।

No comments:

Post a Comment

Back to Top