একা শ্রাবণে

কওনা রে মন মেঘের দিনে
শাওন রাইতে গহিন বনে
তারে আমি কোথায় খুঁইজা পাই।।


সে যে আর আসে না ঘরে আমার
মন যে কেমন করে
কোথায় তারে খুঁইজা বেড়াই
কেমনে তারে দেখা পাই।।

গেল বারে কইল মোরে
আসবে ফাগুন মাসে
যে ফাগুনে বসবে মেলা
আমার বাড়ির পাশে।

শাওনের ওই মেঘের মত
আমার আউলা হইল ভাবনা যত
আইসা মনে ধরে সখী
কও না করি কি উপায়।।

No comments:

Post a Comment

Back to Top